শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

দোহাজারী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী লোকমান 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

দোহাজারী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী লোকমান 

চন্দনাইশ উপজেলার নবগঠিত দোহাজারী পৌরসভা নির্বাচনে আ.লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন উপজেলা যুবলীগের সদস্য মো. লোকমান হাকিম। গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। সভার সিদ্ধান্ত মোতাবেক চন্দনাইশ দোহাজারী পৌরসভা নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মো. লোকমান হাকিমকে মনোনীত করা হয়। 

এদিকে রাতে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোহাজারীর প্রায় মানুষের টাইমলাইনে অভিনন্দন ও শুভেচ্ছায় ভরপুর ছিল। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ শত শত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। 

এ সময় তারা মো. লোকমান হাকিমকে দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। এ ব্যাপারে মেয়র প্রার্থী লোকমান হাকিম বলেন, এলাকার মানুষের দোয়া ও আন্তরিক ভালোবাসায় প্রিয় শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন নৌকা প্রতিকটি উপহার দিয়েছেন। 

আমাকে নৌকা প্রতীক দেয়ায় প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 

গত ৩১ মে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ জুন এবং ইভিএমে আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৩৩ হাজার ৫৮৬ জন। তন্মধ্যে নারী ভোটার ১৫ হাজার ৮৫৬ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৭৩০ জন।

টিএইচ